স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদের বাস্তবায়নে বাউন্ডারী ওয়ালের সৌন্দর্য্য বর্ধন ও ব্যাংকিং সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।১ জুন বুধবার জেলা পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মিছবাহুর রহমান। এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর এটিএম বুথ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিলেট বিভাগের রিজিয়নাল প্রধান মোঃ আমিনুল হক ও মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক শামসুল হুদা।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা পরিষদ ক্যাম্পাসে এটিএম বুথে ২৪ ঘন্টা জনস্বার্থে সেবা চালু থাকবে।