স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে র্যালী, আলোচনা সভা সহ নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ পালিত হয়েছে।
১ জুন দুপুরে দুপুরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থান এসে শেষ।
র্যালীর নেতৃত্বে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এক আলোচনা সভা, পুরুষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ বর্ণালী পাল, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, পৌর মেয়র ফজলুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জুড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসিন আহমেদ চৌধুরী। খামারিদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মনজুর আহমেদ, আকলিমা আক্তার, খালেদ আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাকিবৃন্দ। আলোচনা সভা শেষে দুগ্ধ দিবস-২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।