মনজু চৌধুরী: বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের বরুদল নদীতে ইঞ্জিলচালিত নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার ৪ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুজন (৩৫)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের নূরজাহানপূর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে। সুজন মৃগী রোগে আক্রান্ত বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ি থেকে মোহাম্মদ সুজনসহ কয়েকজন ব্যক্তি গাছ নিয়ে ইঞ্জিলচালিত নৌকাযোগে বড়লেখা উপজেলার চান্দ্রগ্রাম এলাকার একটি স-মিলের উদ্দেশ্যে রওয়ানা দেন। বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মিহারী এলাকায় পৌঁছামাত্র তিনি হঠাৎ নৌকা থেকে বরুদল নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে বড়লেখা থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযানে নামেন। শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজির পরও নিখোঁজ মোহাম্মদ সুজনের কোনো সন্ধান মেলেনি।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা শনিবার রাত আটটায় মুঠোফোনে বলেন, নদীতে নিখোঁজ মোহাম্মদ সুজনের স্বজনরা জানিয়েছেন, তিনি মৃগী রোগে আক্রান্ত। শনিবার সকালে তিনি কাঠ নিয়ে ইঞ্জিলচালিত নৌকাযোগে বড়লেখা উপজেলার চান্দ্রগ্রাম এলাকার একটি স-মিলে যাচ্ছিলেন। এসময় তিনি হঠাৎবরুদল নদীতে পড়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দিনভর নদীতে উদ্ধার অভিযান চালিয়েছে। সন্ধ্যা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। পরে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *