১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন পুলিশ এসল্ট মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজাহার ভূক্ত আসামি সহ ঘটনার সাথে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তাজপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়া(২৩) সামন দিয়ে একই ক্লাসের প্রথম বর্ষের শিক্ষার্থী উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া(২২) হেঁটে গেলে সিনিয়র জুনিয়র নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। তারেকরা বিষয়টি তাদের কাদিপুর গ্রামের লোকজনকে জানান এবং কবির তার গ্রাম দিগরগয়াসপুর সহ খাশিপাড়ার লোকজনকে জানান। বিকেলে তারেকের পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র সহ কাদিপুর গ্রামের প্রায় ১০০/১৫০ জন এবং কবিরের পক্ষে খাশিপাড়া গিরগয়াসপুর সহ আশপাশের অন্তত আরো ১০০/১৫০ লোক অস্ত্রস্ত্র নিয়ে তাজপুরবাজারে সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় সংঘর্ষে ওসমানীনগর থানা পুলিশ সহ প্রায় ২০জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শুক্রবার বিকেলে তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনাম ৩০০জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে।
Editor & Publisher : Sohel Ahmed Zindabazar,Sylhet Bangladesh UK- Office Whitechapal ,London
+44 7388 097 677, dialsylhetnews@gmail.com/ dialsylhet@gmail.com
স্বত্ব © ২০২৫ Dial Sylhet
Developed By Creatique-Savvy