স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি পড়ায় শহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে এতে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার ১৭ জুন ভোররাত থেকেই জেলা শহরের কয়েকটি এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন শহরে বসবাসকারী অনেক মানুষজন।
মৌলভীবাজারে শুক্রবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। তবে মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে চলা মনু ও ধলাই নদীর পানি এখনও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও নদী ভাঙনের খবর পাওয়া যায়নি।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মৌলভীবাজারের উজানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না। ফলে বন্যার আশঙ্কা কম। ধারাবাহিকভাবে বৃষ্টি হওয়ায় মৌলভীবাজার শহরের বিভিন্ন বাসাবাড়িতে বৃষ্টির পানি উঠছে।
মুষলধারে বৃষ্টি হওয়ায় মৌলভীবাজার শহরের বিভিন্ন বাসাবাড়িতে বৃষ্টির পানি উঠছে বলে জানিয়েছেন, স্থানীয় কাউন্সিল পার্থ সারথী পাল। জানান, অনেকেই বাসাবাড়ি ব্যবহৃত ময়লা আবর্জনা ড্রেনে ফেলায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের পানি নিষ্কাশনে কোদালি ছড়া পরিষ্কার আছে বৃষ্টি থামলে জলাবদ্ধতার থাকবে না।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, এটি বর্ষার বৃষ্টি। উজানে ভারতের ত্রিপুরায় বৃষ্টি হচ্ছে না। ফলে মৌলভীবাজারে বন্যার আশংকা কম।
তবে মৌলভীবাজার জেলার আওতাধীন মনু ও ধলাই নদীর ক্ষতিগ্রস্থ বাঁধগুলো মেরামতের কাজ চলছে। এখনও এই দুই নদীর পানি বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তিনি জানান।

