মনজু চৌধুরী॥ বন্যার পানি সিলেট রেল স্টেশনে প্রবেশ করায় বন্ধ ঘোষণার পর ঢাকাগামী ট্রেন সিলেটের মাইজগাঁও স্টেশন থেকে ও চট্রগ্রামগামী ট্রেন মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে চলাচল করবে।
Thank you for reading this post, don't forget to subscribe!বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, সিলেট রেলস্টেশন বন্ধ থাকায় মৌলভীবাজারের কুলাউড়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলবে। সিলেট রেল স্টেশনের মূল প্লাটফর্র্মে পানি প্রবেশ করায় এই স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে পারছে না।
তবে কুলাউড়া ও মাইজগাঁও স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল করবে। এরমধ্যে মাইজগাঁও থেকে চলবে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস এবং কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে চলবে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস। অপর দিকে একটি ট্রেন কালনী এক্সপ্রেস রোববার থেকে সিলেটের মোগলাবাজার রেলস্টেশন থেকে চলবে। তবে ক্রসিংয়ের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় কিছুটা হতে পারে।

