১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বাড়ছে পানি, গৃহহারা হচ্ছেন লাখো মানুষ

 

 

স্টাফ রিপোর্টার :: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পর রেলও বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে গণমাধ্যমকে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি বলেন, রেললাইন ডুবে যাওয়ায় এবং রেলস্টেশনে পানি ওঠায় সিলেটের রেল চলাচল বন্ধ করা হয়েছে।

 

 

তবে সিলেটের মাইজগাঁও স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ সচল রাখা যায় কি না, সে বিষয়টি সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।

 

 

এদিকে বন্যার কারণে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের একাংশ ডুবে গেছে। মানুষদের খুব কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে।

 

 

অপরদিকে, বিদ্যুতের সাবস্টেশনে পানি ওঠায় এবং বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে সিলেটের বেশ কয়টি এলাকায়,বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

 

একইসাথে নিত্যপণ্যের আমদানীর জন্য যাতায়াত ব্যবস্থা না থাকায় দোকানগুলোতে আগে থেকে ভীড় জমাচ্ছেন ক্রেতারা। এমনকি বিভিন্ন স্থানের এলাকাগুলোতে বিদ্যুৎ না থাকায় দোকানগুলোতে মোমবাতি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সিলেট শহরের বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট সেবা প্রায় বন্ধ।

 

 

 

চার্জ দেওয়া যাচ্ছে না মুঠোফোনে। খাবার, সুপেয় পানির তীব্র অভাব। পানিবন্দি মানুষ খুঁজছে আশ্রয়স্থান। অনেক মানুষ কী করবে, তা নিজেরাই ভেবে পাচ্ছে না।

 

 

 

 

এদিকে, অবিরাম বৃষ্টি হওয়া আর পাহাড়ি ঢলের কারণে পরিস্থিতি দিনদিন আরও অবনতি হচ্ছে। মাত্র কয়েক ঘণ্টার বর্ষণে সিলেটের সিলেটে বন্যা পরিস্থিতি বিগত সময়ের সব রেকর্ড ভঙ্গ করেছে। সিলেট নগরীর এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানি ঢুকতে শুরু করেছে। এতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে।

 

 

 

 

হাসপাতালের নিচতলার বিভিন্ন ওয়ার্ডগুলোতে পানি ঢুকতে শুরু করে। হাসপাতালের জেনারেটরে পানি ঢোকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংযোগ না থাকায় হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।

 

 

 

 

বন্যাকবলিত এলাকাগুলোর মানুষের আশ্রয় নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন সেনাবাহিনীর। বন্যাকবলিত সিলেটের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার মানুষকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ । পৌঁছে দিয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে। এছাড়া খাদ্য এবং চিকিৎসাসেবাও দিয়ে যাচ্ছে।

 

 

টোল ফ্রি নম্বর চালু করেছে। এসব নম্বরে বিনা মূল্যে যোগাযোগ করা যাবে। ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮, ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭, ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪, ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭, ০১৫১৩৯১৮০৯৮।