ডায়ালসিলেট ডেস্ক:: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৪ জনের। আর মোট আক্রান্ত হয়েছে ৩৯ জন।
আজ (মঙ্গলবার) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এক অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান।
সেব্রিনা জানান, যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৭০ উর্ধ্ব ছিল। তিনি একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া নতুন আক্রান্তদের একজন সম্প্রতি সৌদী আরবে ওমরা করে দেশে ফিরেছেন। বাকী চারজন আগে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন।
মীরজাদী বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর ৯২ টি নমুনা পরীক্ষা করেছে। এখন পর্যন্ত মোট ৭১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হটলাইনের মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কিত ১৭০০টি ফোনকল এসেছে।