১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালিক এর ঈদের শুভেচ্ছা

ডায়ালসিলেট ডেস্ক :: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সারা বাংলাদেশের ও সিলেটের সর্বস্তরের জনগণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি জাতীয় কমিটির অন্যতম সদস্য এমএ মালিক।

এম এ মালিক বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শনিবার (৯ জুলািই) এক বাণীতে এই শুভেচ্ছা জানান  তিনি।

ঈদুল আযহা আমাদের সকলকে ধৈর্য, সহমর্মিতা , শ্রদ্ধা ও ভালোবাসা বয়ে আনুক।পবিত্র ঈদুল আযহার কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি,বজায় এবং অবৈধ আওয়ামীলাগ সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণ যেন মুক্তি পায় এ দোয়া কামনা করি।

আসুন আমরা সকলে মিলে সিলেটে বন্যা কবলিত মানুষদের পাশে দাড়াই এবং তাদের জন্য সাহায্যের হাত বাড়াই। মহান আল্লাহ্ যেন তাদের এই দূর্যোগ থেকে রক্ষা করেন।

তিনি আরো বলেন, আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আযহার এই আনন্দ দিনটি ধনী-গরিব সকলে মিলে এক কাতারে শামিল হয়ে সুখ-দু:খ আনন্দ ভাগাভাগি করে নেয়া। ঈদ শান্তি, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির মহৎ শিক্ষা দেয়। তাই ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবারক।