Thank you for reading this post, don't forget to subscribe!
ষ্টাফ রিপাের্টার :: ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হলো পবিত্র ঈদুল আযহা। রোববার সকাল ৯টায় জামাত শুরু হয় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে।
আজও লাখো মুসল্লির উপস্থিতি ছিল সেখানে। জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু হোরায়রা।
ঈদগাহ ময়দানে সিলেট ১আসনের এমপি এবং বর্তমান পররাষ্টমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এসময় নামাজ আদায় করেন এছাড়াও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনরা ঈদুল আযহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে জামাতকে ঘিরে পুলিশের পক্ষ থেকৈ নেওয়া হয়েছিল নিরাপত্তাব্যবস্থা। র্যার, পুলিশের পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তায় ছিল।

