করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সিলেটে মাঠে নেমেছে সেনাবাহিনীর ১৫টি টিম। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে সেনাবাহিনী মাঠে বেরিয়েছে সশস্ত্র বাহিনী। তাদের টহল জোরদার করার লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রশাসনকে সহায়তা প্রদানে সিলেটে মাঠে কাজ করছে সেনাবাহিনী।
নগরসহ সিলেট জেলার সব উপজেলায় রাত পর্যন্ত সশস্ত্রবাহিনীর টিম টহল দেবে। টহলকালে সেনাবাহিনী হ্যান্ড মাইক দিয়ে সিলেটবাসীকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি আতঙ্কিত না হয়ে সচেতন ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দিচ্ছেন তারা।
এদিকে নগরীর বিভিন্ন স্থানে জরুরী ফার্মেসী-মুদিদোকান-কাচাবাজার ছাড়া বাকী দোকানপাট,শপিংমল বন্ধ রয়েছে। রাস্তাঘাটে রিক্সা চলাচল থাকলেও নেই কোন যাত্রী।