১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নগরে চলছে ভ্যাপসা গরম, শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

আজ বুধবার বিকেল চারটা পর্যন্ত সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সিলেটের নদ-নদীগুলোর পানি একটি পয়েন্ট ছাড়া বাকিগুলো বিপৎসীমার নিচে নেমেছে।
সিলেট আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার পর্যন্ত এমন খরতাপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের পর রাতের বেলা গত কয়েক দিনের মতোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পর থেকে খরতাপ কমে আসার সম্ভাবনা রয়েছে।