Thank you for reading this post, don't forget to subscribe!
সোহেল আহমদ (যুক্তরাজ্য) :: ব্রিটেনে তীব্র তাপদাহের কারনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। বিগত ৭দিন ধরে দেশে দিনের বেলায় সূর্যের তাপ বেশী থাকায় জনজীবনে অনেকটা দূর্ভোগ পোহাতে হয়েছে।
আগামী ১৬জুলাই রবিবার কিছুটা তাপ বৃদ্ধি পাবে তবে সোমবার (১৮ জুলাই) ও মঙ্গলবার (১৯ জুলাই) লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্কসহ বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) ব্রিটিশ আবহাওয়া অফিস জনজীবনের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে।
তীপ্র তাপদাহে এবারই প্রথম ব্রিটেনে ন্যাশন্যাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। যার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এমন পূর্বাভাসের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ পরিস্থিতিতে স্কুলের সময়সীমা কমিয়ে আনা, রেল চলাচলে গতি কমানো এবং হাসপাতালগুলোতে কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

