সিলেটে টিসিবির পণ্য পাবেন ৪ লাখ ৬২ হাজার গ্রাহক

ডায়াল সিলেট ডেস্ক :: আজ মঙ্গলবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে সরকারি বিপনন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ রাজধানীতে আনুষ্ঠানিকভাবে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন। সারা দেশের এক কোটি কার্ডধারী পরিবার পর্যায়ক্রমে টিসিবির পণ্য কিনতে পারবেন।
এই দফায় নিম্নআয়ের কার্ডধারী ভোক্তা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি কর্পোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে জানান, ‘এই দফায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আজ শুরু হয়ে চলবে ১৪ আগস্ট পর্যন্ত।এবার এক কোটি কার্ডধারীর সবাই পণ্য কিনতে পারবেন এবং কোন ধরনের বিশৃঙ্খলা থাকবে না বলে আশা করছি।’
টিসিবি জানায়, ঢাকা মহানগরীসহ সারা দেশের নির্দিষ্ট পরিবেশকের দোকান থেকে ভোক্তারা এই পণ্য নিতে পারবেন। তবে সারা দেশে এই পণ্য এক দিনেই বিক্রি শুরু হবে না। সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশকদের তালিকা করে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পণ্য দেবে সংস্থাটি।
উল্লেখ্য, এখন আগের মতো ট্র্যাকে করে পণ্য বিক্রি করছে না টিসিবি। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে। আগে পণ্য বিতরণে যে বিশৃঙ্খলা হতো, এতে তা দূর হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

সিলেটে টিসিবির পণ্য পাবেন ৪ লাখ ৬২ হাজার গ্রাহক :: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রি আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সিলেট বিভাগের ২১৫টি পয়েন্টে ৪ লাখ ৬২ হাজার ৫২১ কার্ডধারী এ পণ্য পাবেন।
টিসিবি সিলেট আঞ্চলিক কর্মকর্তা মো. ইসমাইল মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ডিলারদের কাছে পণ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। এ মাসে প্রত্যেক কার্ডধারী ১ কেজি চিনি, ২ কেজি তেল, ২ কেজি ডাল ও কেজি পেঁয়াজ নির্ধারিত মূল্যে নিতে পারবেন।
প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে, পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয়-সংশ্লিষ্ট জেলাগুলোতে।
টিসিবি জানিয়েছে, সিলেট বিভাগে ২১৫ জন ডিলার রয়েছেন। তারা ট্রাকের পরিবর্তে নির্ধারিত দোকানে বা স্থাপনায় গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করবেন। সিলেট জেলায় ৯৬টি (নগরসহ), মৌলভীবাজারে ৩০টি, সুনামগঞ্জে ৪৫টি এবং হবিগঞ্জে ৪৪টি স্থানে পণ্য বিক্রি হবে।
সিলেট বিভাগে ৪ লাখ ৬২ হাজার ৫২১ জন গ্রাহক রয়েছেন জানিয়েছেন বলে জানান ইসমাইল মজুমদার। এর মধ্যে সিলেট জেলায় ১ লাখ ৮৩ হাজার ৩৬৩ জন, মৌলভীবাজারে ৭২ হাজার ৪২৬ জন, সুনামগঞ্জে ১ লাখ ১৪ হাজার ৯১২ জন এবং হবিগঞ্জে ৯১ হাজার ৮২০ জন গ্রাহক রয়েছেন। তারা টিসিবির কাড দেখিয়ে নির্ধারিত দোকান থেকে যে কোনো সময় পণ্য কিনতে পারবেন।
সোমবার টিসিবি জানায়, বরাদ্দ দেওয়া শুরু হলেও ভোক্তা পর্যায়ে পণ্য মিলবে মঙ্গলবার। আর এ কার্যক্রম উদ্বোধন করবেন মন্ত্রী।
বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *