দিনের বেশিরভাগ সময়টা আমাদের কাটছে সোশ্যাল মিডিয়ায় ঘুরেফিরে। কাজের ফাঁকে সময় পেলেই উঁকি দেন ফেসবুকে। ছবি পোস্ট করা কিংবা কোনো স্ট্যাটাস দেওয়ার পর বারবার গিয়ে দেখে আসেন কে কি মন্তব্য করলো। তবে অনেক সময় এই মন্তব্য হয়ে ওঠে বিরক্তির কারণ।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রায় সময় দেখা যায় ফেসবুক পোস্টে অনেকেই আপত্তিকর মন্তব্য করেন, যা মনের ওপর প্রভাব ফেলতে পারে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী ফেসবুক পোস্টের মন্তব্য নিয়ন্ত্রণ করতে পারেন। চাইলে একেবারে বন্ধ রাখতে পারেন। আবার নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে হাইড রাখতে পারবেন।
ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ন্ত্রণের জন্য পোস্টের প্রাইভেসি অপশন অবশ্যই ‘পাবলিক’র বদলে ‘প্রাইভেট’ কিংবা ‘ফ্রেন্ডস’ নির্বাচন করুন। এতে আপনার বন্ধু তালিকায় নেই এমন কেউ মন্তব্য করতে পারবে না।
তবে যদি মন্তব্যের ঘর বা কমেন্ট সেকশন একেবারেই বন্ধ করতে চান তাহলে-
>> ফেসবুকে আপনি যে পোস্ট দিয়েছেন সেটির উপরের ডান দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।
>> সেখানে ‘হু ক্যান কমেন্ট অন দিস পোস্ট?’ অপশন পাবেন। সেটি নির্বাচন করে দিন।
>> এবার ‘প্রোফাইলস অ্যান্ড পেজেস ইউ মেনশন’ অপশনটি অন করে দিন।
সূত্র: বিজনেস ইনসাইডার

