Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: নিউ মেক্সিকোর আলবুকার্কে ৪ মুসলিমকে হত্যা করেছে দূবৃত্তরা। এ ঘটনায় ৫১ বছর বয়সী মুহাম্মদ সৈয়দ নামের আফগানিস্তানের এক মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার তাকে আলবুকার্কের একটি ট্র্যাফিক স্টপের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে দুইজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং অন্য দুটি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। বার্তা সংস্থা এপির বরাতে এ তথ্য উঠে এসেছে।
স্থানীয় সময় মঙ্গলবার আল বুকার্ক পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ আগেই একটি গাড়ি শনাক্ত করেছিল। রুপালি রঙয়ের সেই ভক্সওয়াগন গাড়িটি সম্পর্কে তথ্য দিতে শহরবাসীর প্রতি আহ্বানও জানায় পুলিশ।
তদন্তকারীরা বলেছেন, সম্ভবত ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই হত্যাগুলো ঘটেছে। সন্দেহভাজন এ আফগান নাগরিক কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন।
এদিকে জিজ্ঞাসাবাদে সৈয়দ জানিয়েছে তিনি একজন সুন্নি মুসলিম। তার মেয়ে একজন শিয়া মুসলিমকে বিয়ে করায় ক্ষুব্ধ তিনি। তবে পুলিশ বলছে, এটিই সত্যিকার কারণ কী না তা স্পষ্ট নয়। আরো অন্য কোনো কারণ রয়েছে কী না তা খতিয়ে দেখবে পুলিশ।

