নিজস্ব প্রতিবেদক :: ছাতকে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন করোনায় আক্রান্ত ডা. মঈন উদ্দিন। তার পরিবার আত্নীয়-স্বজনসহ সিলেটবাসীকে কাদিঁয়ে চলে গেলে পরপাড়ে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (১৬এপ্রিল ২০২০ইং) রাত ৮টায় উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল আহমদ, অফিস ইনচার্জ মোস্তফা কামাল, এসআই হাবিবুর রহমান , এএসআই শাহাবুউদ্দীন, এসআই আতিকুল ইসলাম, সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও মেডিকেলের ডাক্তারবৃন্দরা।
গত ৫ এপ্রিল তার শরীরে করোনা রোগ ধরা পড়ার পর থেকে তিনি বাসায় কোয়ারেন্টিন অবস্থায় চিকিৎসা নিতে থাকতেন। এসময় কোয়ারেন্টিনে ও ছিলেন তার পরিবারের বাকি সদস্যরাও। গত ৭ এপ্রিল তার শরীরের অবস্থার অবনতি হলে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।
এতে শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় গত ৮ এপ্রিল সেখান থেকে পরিবারের সিদ্ধান্তে চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। ১৫ই এপ্রিল ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

