শান্তিগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা একসময় নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। তবে আমরা অন্য কাউকে লাঞ্ছিত করবো না। বাংলাদেশ খুব স্ট্রাগল করে আজ এ পর্যায়ে এসেছে। কিছু মানুষ রক্ত দিয়ে এদেশ স্বাধীন করে গিয়েছেন। তাই আমরা শান্তিতে বসবাস করতে পারছি।
শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে পরিচিত সভা ও শিক্ষার্থীদের মধ্যে সৌরচালিত রিডিং ল্যাম্প বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের বৃহৎ রাষ্ট্রে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। তারা আমাদের চেয়ে আলাদা কেউ নয়। আমরা এদেশে সমান মর্যাদা ও সমান অধিকার নিয়ে থাকবো। এটাই বাংলাদেশের বার্তা এবং সাংবিধানিক নিশ্চয়তা। তোমরা এ প্রজন্মের, এজন্য মনে রাখবে পরিবর্তন হচ্ছে নিত্য এবং সর্বত্র। এখানেও পরিবর্তন হচ্ছে। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। ইতিমধ্যে উপাচার্য যোগদান করেছেন। এছাড়া সুনামগঞ্জ টেক্সটাইল কাজ চলমান, আমাদের এখানে বিটাক হবে, আমার মরহুম মায়ের নামে আমার পৈতৃক ভিটায় একটা ভোকেশনাল হবে, এখানে ম্যাটস হবে। এই এলাকার ওয়ান স্কয়ার কিলোমিটার জায়গা শিক্ষা স্থাপনায় ভরে যাবে।
জগন্নাপুরের রাণীগঞ্জ সেতু শিগগির চালু হওয়ার ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, সেতুটি চালু হলে সুনামগঞ্জ থেকে ঢাকা যেতে আর সিলেট হয়ে যাওয়া লাগবে না। দুই ঘণ্টার কম সময়ে কুশিয়ারা সেতু হয়ে ঢাকায় যেতে পারবেন। যারা ময়মনসিংহের লোক, তাদের জন্য ফ্লাইওভারের ব্যবস্থা হচ্ছে। নিজের জন্মভিটা, জন্মভূমি, পিতা-মাতা নিজের দেশে, এটা আমাদের পরিচয়। অন্য দেশের সফলতা আমাদের দেশের পরিচয় নয়।
শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, তোমাদের যেকোনো সমস্যা, ফিজিক্যালি, মেন্টালি ও ইমোশনালি, তোমরা তোমাদের স্যারদের সাথে শেয়ার করবে। মানসিক সাফার থাকবে, তারপরও এগিয়ে যেতে হবে। শিক্ষক-শিক্ষিকার সাপোর্ট নেবে। আমরা চাই তোমাদের মঙ্গল। আমাদের মেডিকেল হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। মনের মধ্যে এখন ঘুরছে সুনামগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রীর আমার প্রতি আস্থা আছে। তিনি খুব বিশ্বাস করেন আমাকে। আমি যেটা তাঁর কাছে নিয়ে যাই সেটা পাই। উন্নয়নে সবাইকে এক থাকতে হবে, মানুষের জন্য কাজ করার মনমানসিকতা থাকতে হবে। আর সহজ সরল পথে চলবে। সকল গ্রন্থেই বলা আছে সহজ সরল পথে চলার কথা। এতে মানুষের মঙ্গল হয়।
বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদারের সভাপতিত্বে ও ডা. শিবলী জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন শরিফী। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. মো. আহমদ হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।
এ সময় পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, এসিল্যান্ড সকিনা আক্তার, নারী ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদারসহ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *