হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় একটি কনভেশন সেন্টারে বিএনপি মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, বিএনপি নেতা পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহ সভাপতি হাজী অলিউল্লাহ, গোলাপ খাঁন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এস এম শামীম, বিএনপি নেতা চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, সাবেক চেয়ারম্যান এস এম জাবেদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর মো. বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, ফারুক রানা, বিএনপি নেতা সাদেকুর রহমান, জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান বুলেট, মোস্তফা কামাল বাবুল, আলফাজ মিয়া, শামীম মিয়া, হাফেজ মো. আবুল বাশার, আমজাদ আলী শাহীন, জয়নাল আবেদীন, মোতাব্বির হোসেন, অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল, আং রশিদ মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী, মশিউর রহমান, সাদেক মিয়া, মাসুক মিয়া, এখলাছ সিরাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *