জাতীয় দলের বাইরে থাকা পেসার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে আল-আমিনের স্ত্রী মারধর ও যৌতুকের অভিযোগ দায়ের করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘খেলোয়াড় আল-আমিনের স্ত্রীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখনই কিছু বলা যাচ্ছে না।’
থানার সামনে ইসরাত জাহান জানান, বিভিন্ন সময়ে আল-আমিন তাঁকে মারধর করেছে। বেশ কয়েকবার বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। এর আগে একবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আজ বাসা থেকে বের করে দিয়েছে।
ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
ইসরাত জাহান বলেন, ‘দুই সন্তান নিয়ে কোথায় যাব। তাই পুলিশের সহযোগিতা চাচ্ছি। সে একটি মেয়েকে নিয়ে থাকে। তাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তাঁর মারধরের কারণে আমি অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়েছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
আল-আমিনের দ্বিতীয় বিয়ের একটি গুঞ্জনের বিষয়ে ইসরাত জাহান বলেন, ‘বিয়ের ছবি পেয়েছি। তবে কাবিন নামা পাইনি। সে আমার সঙ্গে থাকবে না। আমাকে তালাক দেবে। কিন্তু আমি চাই সংসার করতে। আমার দুইটা সন্তান নিয়ে কোথায় যাব? বাচ্চাদের মানুষ করতে চাই। নিজের কথা ভাবছি না, বাচ্চাদের ভবিষ্যতের কথাতো ভাবতে হবে।’

