বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে ১ টায় শেষ হয়। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে নবীগঞ্জে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রথমদিনে নবীগঞ্জে ৫৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

এরমধ্যে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ৩৭ জন এবং দাখিল পরীক্ষায় কোরআন মাজিদ বিষয়ে অনুপস্থিত ছিল ১৭ জন শিক্ষার্থী।
বাংলা প্রথম পত্রের পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ দশমিক ৮১ শতাংশ এবং কোরআন মাজিদ বিষয়ে উপস্থিতির হার ছিল ৯৮ দশমিক ১২ শতাংশ।
নবীগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার শাহনাজ ইসলাম বলেন, ‘এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নবীগঞ্জ উপজেলার ৬টি কেন্দ্রে ভোকেশনাল, দাখিলসহ এসএসসি পরীক্ষায় ৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করে। কিন্তু প্রথম দিনে অংশগ্রহণ করে ৪ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৫৪ জন।

‘এরমধ্যে নবীগঞ্জ যোগল কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুপস্থিত ছিল ২০ জন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৮ জন, আউশকান্দি রূপ উচ্চ বিদ্যালয়ে ৬ জন এবং দিনারপুর উচ্চ বিদ্যালয়ে অনুপস্থিত ছিল ৩ জন শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় নহরপুর দাখিল মাদ্রাসায় ৭ জন এবং রুস্তমপুর ন মৌজা দাখিল মাদ্রাসায় অনুপস্থিত ছিল ১০ জন শিক্ষার্থী। প্রথম দিনে বহিস্কারের কোনো খবর পাওয়া যায়নি।’
নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *