দিরাই প্রতিনিধি :: দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সুনামগঞ্জের খবর এর দিরাই উপজেলা প্রতিনিধি জয়ন্ত কুমার সরকার আর নেই। রবিবার সকাল পৌনে ১০টায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে, মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানা যায়, সাংবাদিক জয়ন্ত কুমার সরকার রবিবার সকালে হাঁটাহাঁটি শেষে বাসায় ফিরলে বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

Thank you for reading this post, don't forget to subscribe!

জয়ন্ত কুমার সরকারের ভাই জুষেন সরকার বলেন, ‘বুকে ব্যথা হচ্ছে জানালে ভাইকে নিয়ে হাসপাতালে আসি। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু আমার ভাই মৃত্যুর কাছে হার মেনেছে। তার এ আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছি না।’

প্রয়াত জয়ন্ত কুমার সরকার সাংবাদিকতার পাশাপাশি শিল্প-সংস্কৃতির সাথে জড়িত ছিলেন। জয়ন্ত কুমার সরকারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জয়ন্ত কুমার সরকারের গ্রামের বাড়ি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের আলীপুর গ্রামে। তিনি দিরাই পৌর শহরের উপজেলা রোড এলাকার আনোয়ারপুরে পরিবার নিয়ে থাকতেন। তার পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক জ্যোতিষ চন্দ্র সরকার এবং মায়ের নাম মঞ্জু রানী সরকার। বিকালে তার নিজ গ্রামের শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জয়ন্ত কুমার সরকার সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক রাধারমণ পরিষদ ও আন্তর্জাতিক রাধারমন ধামাইল সংঘ দিরাই শাখার সাধারণ সম্পাদক ও শাহ আব্দুল করিম পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। দিরাই উদীচীর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক অ্যাড. একে এম মহিম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক শোয়েব হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *