বেনাপোলে ৭০ হাজার মার্কিন ডলারসহ দুইজনকে আটক করেছে কাস্টমস। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্টে দিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মুন্সিগঞ্জের কমলাঘাট এলাকার সাগর হোসেন (৪০) ও একই জেলার পাঁচগাঁও গ্রামের জসিম ঢালি (৪২)।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
