ডায়াল সিলেট ডেস্ক :: আজ রোববার বিশিষ্ট কবি, সাংবাদিক, গবেষক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বালাগঞ্জ সরকারি কলেজ ও গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত মহিউদ্দিন শীরুর ১৩তম মৃত্যুবার্ষিকী।
দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনে মহীউদ্দিন শীরু স্মৃতি পরিষদের উদ্যোগে মরহুমের আত্মার মাগফেরাত কামনান্তে রোববার খতমে কুরআন এবং বাদ জোহর হযরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া শেষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হবে।
এ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য পরিষদের সাথে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা মহিউদ্দিন শীরু ও সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন।
এছাড়া মরহুমের বাসভবনে আজ বাদ মাগরিব খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *