ডায়ালসিলেট রিপোর্ট :: এবার শাকিব অপু বিস্বাসের ছেলের পরিচয়ের পর বুবলির ছেলের বাবা হিসেবে পরিচয় দিলেন শীর্ষ নায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান তার সন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনেন।
এর আগে শবনম বুবলী বেবি বাম্পের ছবি করেও বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান বুবলী, এ ঘটনার ৪ দিনের মাথায় আজ শুক্রবার বিষয়টি প্রথমে প্রকাশ্যে আনেন তিনি। পরে শাকিবও শেহজাদ খান বীরের একটি আদুরে ছবি পোস্ট করে দোয়া চান। যদিও বিষয়টি প্রকাশের সিদ্ধান্ত হয় গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে।
জানা যায়, মধ্যরাতে বুবলীর বাসায় শাকিব, বুবলী ও কয়েকজন ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন, তখন সন্তানের বিষয়টি প্রকাশের সিদ্ধান্তে প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত ছেলের ছবি প্রকাশে রাজি হন শাকিব।
একটি সূত্রে গণমাধ্যমে বলা হয়েছে, ছেলের ছবি প্রকাশের বিষয়ে শাকিবের মত ছিল না, কিন্তু বুবলী তার অবস্থানে অনড় ছিলেন। যার ফলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত চূড়ান্ত হয় শুক্রবার ছবি প্রকাশ হবে। এরপর শাকিব-বুবলী নিজেরাই ছবিগুলো প্রকাশ করে নিশ্চিত করলেন শেহজাদ খান বীর তাদের সন্তান।
জানা গেছে, ডালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে ও নিজেদের ৬ মাস বয়সী পুত্র সন্তানের দাবি নিয়ে বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলের লাইভে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার প্রায় ৫ বছর পর শাকিব ও নিজের সন্তানের খবর নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে ফেসবুক পোস্টের মাধ্যমে শাকিব ও বুবলী দু’জনেই পোষ্ট করেন সন্তানের বিষয়টি। তাদের পুত্র সন্তানের নাম শেহজাদ খান বীর। তার বয়স আড়াই বছর। সন্তানের বিষয়টি স্বীকার করলেও শাকিব-বুবলীর বিয়ে নিয়ে রহস্য রয়ে গেছে।
কারণ বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে তাদের কেউই মুখ খোলেননি। ফেসবুক পোস্টেও বিয়ষটি নিয়ে কিছু জানাননি তারা।
২০২০ সালের ২১ মার্চ বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিক্যাল হাসপাতালে। বুবলীর পরিবারের এক সদস্য জানিয়েছেন, বুবলীর সন্তানের ডাকনাম বীর, ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘বীর’ ছবির নামটিই ছেলের নাম হিসেবে বেছে নিয়েছেন শীর্ষ নায়ক শাকিব খান।