Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবী এবং নিশিরাতের অবৈধ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে নিহত মুন্সিগঞ্জের মিরকাদীম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন, ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার যুক্তরাজ্যের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এক বিশাল ডেমন্সট্রেশনের বিক্ষোভ সমাবেশে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যে যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক।
উক্ত বক্তারা বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের বর্তমান সময়ের সরকারের ব্যর্থতা ও পুলিশবাহিনীলীগ দ্বারা দেশে বিএনপি নেতাকর্মীদের হত্যা গুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে মুক্তিসহ বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবী জানান তারা।

