ডায়াল সিলেট ডেস্ক :: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, শীঘ্রই ঢাকা-ইম্ফাল বিমান ফ্লইট চালু হবে। এটি চালু হলে ভারতের মণিপুর রাজ্যের সাথে পর্যটনসহ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সর্ম্পক আরো জোরদার হবে। শুক্রবার বিকেলে ইন্টারন্যাশনাল মণিপুরী এসোসিয়েশন (ইমা)-এর জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি জানান।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিদের সাথে আন্তর্জাতিক যোগাযোগ বন্ধের অংশ হিসেবে অপরাধী সনাক্তকরণে দেশের বিমানবন্দরগুলোতে ‘এডভান্স পেসেঞ্জার ইনফরমেশন সিস্টেম’ চালু করা হচ্ছে। এর মাধ্যমে যাত্রীরা যেকোন স্থান থেকে টিকিট কাটার সাথে তার সকল তথ্য চলে আসবে। এছাড়া দেশের বর্ডারগুলোতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ই ভিসা কার্যক্রম শুরু হয়েছে। সেখানেও অপরাধীদের আগাম তথ্য পাওয়া যাবে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে প্রতিমন্ত্রী আরো বলেন, সিলেটের হাওড়-বাওড়-টিলার বৈচিত্র্যমন্ডিত পরিবেশে মণিপুরীরা মিশে আছে। আপন স্বকীয়তায় তারা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে মণিপুরীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ১৯৭৩ সালে মণিপুরীদের এক প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সাথে দেখা করে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ মণিপুরীদের মন্দির-স্থাপনা মেরামতের জন্য আর্থিক অনুদান দেন। এ ধারাবাহিকতায় আজও বিদ্যমান। মণিপুরী জীবনমান, সংস্কৃতি উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে চলেছেন।
ইমা বাংলাদেশের সভাপতি ওইনাম রমেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমা, সেন্ট্রাল কমিটির উপদেষ্টা ডা. প্রমোদ রঞ্জন সিংহ, উপদেষ্টা ডা. গুরুময়ুম অরুণ কুমার শর্মা, ইমা, সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এস. অনিল চন্দ্র সিংহ ও সেক্রেটারি জেনারেল এল. আশাপূর্ণা দেবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রক্ষচারিময়ুম সুপ্রিয়া দেবী।
এর আগে সকালে কনভেনশন উদ্বোধন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমা, সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান নিরঞ্জন দত্ত, সহ-সাধরণ সম্পাদক এডভোকেট হিজম দ্বিজেন সিংহ।
দুপুরে অনুষ্ঠিত প্যানেল ডিশকাশনে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, ইমা সেন্ট্রাল কমিটির ইসি মেম্বার ব্রক্ষচারিময়ুম সুপ্রিয়া দেবী, ইমা বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবুজম মনিভদ্র, সেন্ট্রাল ইসি মেম্বার এল. কুঞ্জরাণী দেবী, নির্মলেন্দু শর্মা, জী. নিরোদ শর্মা ও ডা. প্রমি সিনহা।
সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন অনিমা দেবী, আর কে গীতাঞ্জলি, পুং চলোমে অংশ নেন এস. অনিক সিংহ ও এস. রিংকু সিংহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিহার রঞ্জন শর্মা, এল সূচনা দেবী, সোরাইজম উমা ও নীলাঞ্জনা দেবী। কনভেনশনে ভারতের মণিপুর, ত্রিপুরা রাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেটরা অংশ নেন।
কনভেনশনের দ্বিতীয় দিন শনিবান সিলেট নগরীর লামাবাজার মনিপুরী মন্ডপে মণিপুরীদের ঐতিহ্যবাহী ‘খুবাক ঈশৈ’ পরিবেশন করবেন শিল্পী অনিমা দেবী। কনভেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর কমলগঞ্জ উপজেলায় চিৎলিয়া মণিপুরী মন্ডপে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *