প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ২, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আরো ৪জন নতুন করে করোনা পজেটিভ ধরা পড়েছে। আজ শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে । বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক।
এর মধ্যে মৌলভীবাজার ২ জন ও হবিগঞ্জ জেলার ২ জন।এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২৮জন।
এর আগে গতকাল সিলেট বিভাগের ৬৬৭টি নমুনা ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে এবং সিলেট বিভাগের অন্যান্য জেলা থেকে আরও প্রায় ৪০০টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এগুলোর মধ্যে মোট ৯৯টি পজেটিভ করোন রোগী সনাক্ত হয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সিলেটে মোট ১০৯জন করোনা পজেটিভ ধরা পড়ে। একইদিনে শুক্রবার সিলেটে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় ১৬ জন এবং ঢাকা থেকে সিলেটের আরো ৯৯জন পজেটিভ ধরা পরে। এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন ২২৪জন।
আজ সিলেট ওসমানি মেডিকেল ল্যাব থেকে মোট ৪ জনের মধ্যে মৌলভীবাজার ২ জন ও হবিগঞ্জ জেলার ২ জন পজেটিভ রয়েছেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech