Thank you for reading this post, don't forget to subscribe!

 

 

ডায়ালসিলেট রিপোর্ট :: সুনামগঞ্জে  আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামীলীগের দুপক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।

 

 

সমাবেশটি দিরাই উপজেলা শাখার অনু্ষ্টিত হয়। এতে আহতও হয়েছেন প্রায় ২০ জন।

 

আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে দিরাই বিএডিসি মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

এসময় সংঘর্ষ চলাকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে দেখা কোন পাত্তাই দেয়নি নেতৃবৃন্দরা। নিজেদের জীবন রক্ষার্থে শেষে মঞ্চে থাকা কয়েকজন নেতাকর্মী ও পুলিশের সহযোগীতায় মঞ্চ ত্যাগ করেন কেন্দীয় নেতারা।

 

 

এর আগে তাদেরকে অসহায় অবস্থায় মঞ্চে থাকা চেয়ার দিয়ে নিজেদের আর্আত্মরক্ষার্থেক্ষা করতে দেখা যায়।

 

স্থানীয়রা জানান , সম্মেলনে যোগ দিতে সকাল ১০টা থেকে বিএডিসি মাঠে জড়ো হতে থাকেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রুপের নেতাকর্মীরা।

 

দুপুর ১টার দিকে তারা সমাবেশস্থলে পৌঁছার পরপরই সাবেক পৌর মেয়র ও সভাপতি প্রার্থী মোশাররফ মিয়া তার সমর্থকদের নিয়ে সমাবেশস্থলে পৌঁছান। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দু-পক্ষের মধ্যে ইট-পাটকেল ছুঁড়তে থাকলে সমাবেশস্থল রণক্ষেত্রে পরিনত হয়।

 

এসময় মঞ্চে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দকে

আগে তাদেরকে অসহায় অবস্থায় মঞ্চে থাকা চেয়ার দিয়ে নিজেদের আর্তরক্ষা করতে দেখা যায়।

 

 

এরপর আইনশৃঙ্খলা বাহিনী ও নেতাকর্মীরা তাদের মঞ্চ ত্যাগে সহযোগীতা করে। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষকারী দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *