সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল হত্যা মামলায় গ্রেফতার তিন আসামিকে পাঁচদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) বিকেলে এই তিনজনকে সিলেট মহানগর বিচারিক হাকিম আদালত-৩ এ হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে পুলিশ। বিচারক শারমিন খানম নিলা শুনানি শেষে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, নগরের বাদামবাগিচা আবাসিক এলাকার মিশু আহমদ, বড়বাজার গোয়াইপাড়া এলাকার কুটি মিয়া ও একই এলাকার মনা মিয়া। এই তিনজন যথাক্রমে মামলার ৪, ৫ ও ৬ নম্বর আসামি।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করে বলেন, রোববার রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণবশত গতকাল না হয়ে সোমবার শুনানি শেষে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর হয়।

গত ৬ নভেম্বর রাত ৯টার দিকে নগরের বাদামবাগিচা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম কামাল। প্রাইভেটকারে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার গাড়ি থামিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে।
এ ঘটনায় গত ৮ নভেম্বর রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা করেন। মামলায় আজিজুর রহমান সম্রাটকে প্রধান আসামি করে ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪/৫ জনকে আসামি করা হয়। তবে সম্রাটকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সম্রাটের সঙ্গে কামালের ব্যবসা সংক্রান্ত বিরোধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সপ্তাহ দুয়েক আগে আম্বরখানায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে সম্রাটকে কামাল ছুরিকাঘাত করেন বলে জানায় পুলিশ। এ ঘটনায় সম্রাট বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় কামালসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *