২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট

ওয়ার্ড যুবলীগ সভাপতি শামীম আহমদের ছেলেকে দেখতে শফিকুর রহমান চৌধুরী ও আফসার আজিজ

ওয়ার্ড যুবলীগ সভাপতি শামীম আহমদের ছেলেকে দেখতে  শফিকুর রহমান চৌধুরী ও আফসার আজিজ

ডায়ালসিলেট ডেস্ক :: ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শামীম আহমদ এর ছেলে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত মো: সামীর শারীরিক অসুস্থতাজনিত চিকিৎসার খোঁজ খবর নেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ।

আজ (রবিবার) দুপুর সাড়ে ১২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১২নং ওয়ার্ডের ৩৭নং কেবিনে ভর্তি অবস্থায় আহত মো. সামিকে দেখতে যান তারা।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ্ নার্সেস এসোসিয়েশন সিলেট শাখার  সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, মহানগর যুবলীগ নেতা মুরাদ আহমদ মুরন,মনির হোসেন, (সাংবাদিক) এমরান ফয়সল, (সাংবাদিক) এম,ইসলাম মাহিন, ৩ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আবীর হাসান রানাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });