স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াতে আর বাকি নেই বেশি দিন। কাগজে কলমের হিসেবে বাকি আছে দিন পঞ্চাশ। তবে এখন থেকেই বিপিএলের দল গঠনের কার্যক্রম শুরু করেছে অংশগ্রহণকারী সব দলগুলো। দেখা গেছে কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সবাই দলে ভেড়াতে ব্যস্ত নিজেদের পছন্দের সেরা ক্রিকেটার কিংবা কোচকে। এই তালিকায় এবার যোগ দিলো সিলেট স্ট্রাইকার্স। দলটির প্রধান কোচের দায়িত্ব পেলেন রাজিন সালেহ।
বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে দলের প্রধান কোচ করার তথ্য সিলেট স্ট্রাইকার্স নিজেরাই জানিয়েছে। আজ মঙ্গলবার তাদের ভেরিভায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেট দল সেই পোস্টে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেটের শুরুর সারথীদের একজন রাজীন সালেহ। সে সময়কার যতজন স্টাইলিশ ব্যাটার ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক এই ক্রিকেটার। ব্যাট কিংবা বল হাতে খুব বেশি উইকেট বা রান তার নেই। তবে সময়ের হিসেবে দলের জন্য বেশ কার্যকরী ছিলেন সিলেটের এই ক্রিকেটার। যেটাকে পাল্লায় মাপা যাবে না।’
সিলেট আরো যোগ করে, ‘বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো যখন বিদেশী কোচদের দিকে ঝুঁকে পড়েছে, নব্য দল সিলেট তখন হাত বাড়িয়েছে রাজিন সালেহর দিকে। তাতে হাত মেলালেন এই ক্রিকেটারও। সিলেটের সঙ্গে শুরু হলো রাজীন সালেহ’র যাত্রা। বিপিএলে নতুন দলটির কোচিং স্টাফের নেতৃত্বে থাকবেন তিনি। সিলেটে এবার দেশীয়দের জয়জয়কার। নতুন এক ইতিহাস সৃষ্টির লক্ষ্য সিলেটের এই যাত্রা। একঝাঁক সাবেক বাংলাদেশী ক্রিকেটারের হাত ধরে নতুনের কেতনে ওড়াবেন রাজীন, উল্লাসে মাতবে সিলেট।’
প্রধান কোচের দায়িত্ব পেয়ে যা বললেন রাজিন সালেহ : দিন পঞ্চাশেক পরই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। মাঠের লড়াইয়ে নামার আগে এখন থেকেই দল গঠনে মনোযোগ দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সবাই দলে ভেড়াতে ব্যস্ত নিজেদের পছন্দের সেরা ক্রিকেটার কিংবা কোচকে। সেই ধারবাহিকতায় মঙ্গলবার রাজিন সালেহকে দলে টেনেছে আসরের অন্যতম দল সিলেট স্ট্রাইকার্স।
বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে দলের প্রধান কোচ করার তথ্য ফ্র্যাঞ্চাইজিটি আজকেই জানিয়েছে। প্রথমবার প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর নিজেদের দলের লক্ষ্যে কথা জানিয়েছেন রাজিন। ঢাকা পোস্টকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘এখন তো আসলে আমরা দলই বানাইনি। দেখেছেন হয়তো বাইরের কয়েকটা খেলোয়াড় নিয়েছি। বিগত দিনে যেহেতু সিলেট টিম খুব একটা ভালো করতে পারেনি, সিলেটের পক্ষে কোনো রেজাল্টও আসেনি তাই আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন সিলেটের শুরুটা ভালো করতে পারি। অন্তত সেমিফাইনালে যেন যেতে পারি।’
রাজিন যোগ করেন, ‘এছাড়া ইচ্ছা তো আছেই ট্রফি জয়ের। প্রত্যেকটা দলই গঠন করা হয় কিন্তু ট্রফি জয়ের জন্য। আমাদের দলের লক্ষ্য ভালো খেলা। আগে দল বানাই, দল বানানোর পর দেখবো কেমন দল হয়। আমাদের টার্গেট সেমি-ফাইনাল কমপক্ষে খেলা।’
এর আগে মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্স তাদের ভেরিভায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে রাজিনকে কোচ হিসবে নিয়োগের তথ্য নিশ্চিত করে। দলটি সেই পোস্টে লিখেছে, ‘সিলেটের সঙ্গে শুরু হলো রাজীন সালেহ’র যাত্রা। বিপিএলে নতুন দলটির কোচিং স্টাফের নেতৃত্বে থাকবেন তিনি। সিলেটে এবার দেশীয়দের জয়জয়কার। নতুন এক ইতিহাস সৃষ্টির লক্ষ্য সিলেটের এই যাত্রা। একঝাঁক সাবেক বাংলাদেশী ক্রিকেটারের হাত ধরে নতুনের কেতনে ওড়াবেন রাজীন, উল্লাসে মাতবে সিলেট।’

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *