ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন ইন্টার্ন চিকিৎসকের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!তারা সকলেই মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিৎসক।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাতে তাদের শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ওসমানী মেডিকেলের ১৬ জন ইন্টার্ন চিকিৎসকের ঢাকার ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয় এতে তাদের করোনা পজিটিভ পাওয়া যায়।
এর আগে গতকাল সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫ জনের করোনা পজেটিভ ধরা পড়ে । তার মধ্যে ১জন সিনিয়র চিকিৎসকও রয়েছেন এবং তিনি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে রবিবার আরো ২জন চিকিৎসক ওসমানী হাসপাতালে চিকিৎসক করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।এদিকে মৌলভীবাজার ১ জন টেকনোলজিষ্টও আক্রান্ত হয়েছেন।
এছাড়া হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ এসব এলাকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন।

