ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ
ডায়াল সিলেট ডেস্ক
রাত পোহালেই বিএনপির বিভাগীয় গণসমাবেশ। ইতোমধ্যে গোলাপবাগ মাঠ নেতা-কর্মী দিয়ে ভরে গেছে। মধ্যরাতেও উজ্জীবত তারা। বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে সমাবেশস্থল। দেশের বিভিন্ন জায়গা থেকে নেতা-কর্মীরা এসেছেন সমাবেশস্থলে। নানা বাধা থাকা সত্ত্বেও সমাবেশে যোগ দিতে পেরে খুশি অনেকে। জানাচ্ছে সমাবেশ স্থলে আসতে তাদের অভিজ্ঞতার কথা।
বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা থেকে ঢাকার বিভাগীয় সমাবেশে এসেছেন শ্রমিক দলের ইউনিয়ন পর্যায়ের নেতা তুহিন মোল্লা। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের চোখ ফাকি দিতে পৌঁছে গেছেন গোলাপবাগ মাঠে।
মোড়লগঞ্জ উপজেলা থেকে ঢাকার গোলাপবাগে মাঠ পর্যন্ত আসতে অন্তত ২৫ থেকে ৩০ বার পুলিশের চেক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে বলে জানান তুহিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাগেরহাট থেকে নানাভাবে এই মাঠ পর্যন্ত আসতে হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে চেক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। মোড়লগঞ্জ থেকে ঢাকা আসতে অন্তত ২০ বার চেক করা হয়েছে। প্রতিটি চেকে পুলিশ ঢাকায় যাওয়ার কারণ জানতে চেয়েছে, মোবাইল চেক করেছে। মোবাইলে থাকা ছবি, ফেসবুক, ম্যাসেঞ্জারসহ সব কিছু তল্লাশি করেছে।’
তুহিন বলেন, ‘ঢাকায় আসার পথে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। এমন কি উত্তরা থেকে এই পর্যন্ত আসতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে চেক করেছে। এই পর্যন্ত আসতেও ৮-১০ বার তল্লাশী করা হয়েছে। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেটে এসেছি।’
ফেনীর দাগনভুঞা থেকে গত ৭ তারিখ ঢাকায় এসেছেন মো. সেলিম। এক আত্মীয়ের বাসায় তিন দিন আত্মগোপনে থাকার পরে সন্ধ্যায় গোলাপবাগ মাঠে এসেছেন এই যুবদল কর্মী। তিনি বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের লোকজনের কারণে দীর্ঘদিন ধরে বাড়ি যাই না। অনেকবার আমার বাড়িতে হামলা হয়েছে। এখন পুলিশও ঝামেলা শুরু করেছে। ৭ তারিখ ঢাকা এসেছি এরপরও ৪-৫ বার তল্লাশী করা হয়েছে। মোবাইল চেক করে দেখে ফোন থেকে সব কিছু ডিলিট করে দিয়েছি।’
মো. মীর সিদ্দিক বলেন, কেরানীগঞ্জ থেকে আসার পথেও বাঁধা। নৌকা বন্ধ। পথে পথে ছাত্রলীগের ক্যাডারদের বাধা। দলে পদ নেই কিন্তু ভালোবাসা থেকেই এসেছি। সমাবেশ সফল করেই বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছে আছে।
দেশের বিভিন্ন এলাকা থেকে গোলাপবাগ মাঠে আসা নেতা-কর্মীদের অভিজ্ঞতা সকলেরই প্রায় একই। বহু বাধা বিপত্তি পেড়িয়ে ঢাকায় এসেছেন।
দীর্ঘপথের ভ্রমণের ক্লান্তি ভুলে উজ্জীবিত নেতা-কর্মীরা। সন্ধ্যা থেকে বিভিন্ন স্লোগানে মুখোরিত সমাবেশ স্থল। সরকার বিরোধী স্লোগানের পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছেন তারা। এছাড়া মাঠে ভেতরে অবস্থান করা অনেকেই নিরাপদ মনে করছেন। তাই সেখানেই কেউ বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ আড্ডা দিয়ে সময় পার করেছেন।
এছাড়া অনেকে চলমান বিশ্বকাপে খেলা দেখে সময় কাটাচ্ছেন। মাঠের ভেতরে খেলা দেখার জন্য দুটি প্রজেক্ট বসানো হয়েছে। এছাড়া স্মার্টফোন দিয়েও অনেকে খেলা দেখছেন। আবার অনেকে মাঠেই বিছানা পেতে ঘুমিয়ে পড়েছেন।

