ডায়ালসিলেট ডেস্ক ::  যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম নয়নের মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের আগামী ২৩ ডিসেম্বর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, আগামী শুক্রবার ২৩ ডিসেম্বর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম নয়নের মুক্তি ও জাতীয় নেতৃবৃন্দের  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্তৃক আগামী ২৩ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রী মাঠ থেকে বেলা ২টা ৩০মিনিটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী সদস্য (উপজেলা, পৌর ও ২৭টি ওয়ার্ড) নেতৃবৃন্দকে,যথা সময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *