সিলেটে রেললাইনের ওপর আটকে পড়া সিএনজিচালিত অটোরিকশা সরাতে গিয়ে মো. আলী হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা সুরমাই মেইল ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে সুরমা মেইল ট্রেনটি দক্ষিণ সুরমা এলাকায় পৌঁছালে পারাইরচক এলাকার রেলক্রসিংয়ের দুই প্রান্তের প্রতিবন্ধক নামিয়ে দেওয়া হয়। এ সময় রেলক্রসিংয়ের প্রতিবন্ধকের পাশের ফাঁকা অংশ দিয়ে অটোরিকশা নিয়ে ঢুকে পড়েন আলী হোসেন। রেললাইনের ওপর ওঠার পরই অটোরিকশাটি বন্ধ হয়ে যায়। এ সময় আলী হোসেন অটোরিকশা থেকে নেমে সেটি রেললাইন থেকে নামানোর চেষ্টা করেন। তবে এর মধ্যে সুরমা মেইল ট্রেনটি অটোরিকশাসহ আলী হোসেনকে ধাক্কা দিয়ে চলে যায়।

পারাইরচক এলাকার রেলক্রসিংয়ের গেটম্যান হুরুনুর রশীদ বলেন, ট্রেন আসার অনেক আগেই তিনি রেলক্রসিংয়ের দুই প্রান্তের গেট বন্ধ করেছিলেন। কিন্তু ওই অটোরিকশাচালক গেটের পাশের ফাঁকা অংশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেন আসতে দেখে তিনি অটোরিকশাচালককে ডাকাডাকি করেছেন। তবে চালক শুনতে পাননি।

সিলেট রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম বলেন, ওই রেলক্রসিংয়ের দুই প্রান্তে প্রতিবন্ধক থাকলেও পাশ দিয়ে মানুষ পায়ে হেঁটে চলাচল করত। ওই পথ দিয়েই অটোরিকশাটি ঢুকে পড়েছিল। অটোরিকশাচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *