মনজু বিজয় চৌধুরী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারে আনন্দ মিছিল করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার ১০ জানুয়ারি শহরের চৌমুহনা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ চত্বরে ঘিয়ে শেষ হয়।
যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, এডভোকেট নিক্সসন গৌছ উদ্দিন আহমদ, সৈকত আহমদ, সুমেষ দাশ যীশুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১০ জানুয়ারি সকালেই বঙ্গবন্ধু ভারতের দিল্লীতে নামেন। সেখানে সদ্য স্বাধীন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সমগ্র মন্ত্রিসভা, প্রধান নেতারা, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য অতিথি ও সে দেশের জনগণের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন।

