Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো করুনা নয়, আমাদের নৈতিক দায়িত্ব। প্রচুর শীত নিবারণের জন্য শীতার্ত মানুষের মধ্যে মানবাধিকার ও দুর্নীতি দমন পরিষদের মহতী উদ্যোগ প্রশংসনীয়। তিনি উক্ত সংগঠনের মতো সমাজের অন্যান্য সংগঠন সহ বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের হযরত শাহপরান মাজার সংলগ্ন লালখাটঙ্গী এলাকায় মানবাধিকার ও দুর্নীতি দমন পরিষদ সিলেট এর উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মানবাধিকার ও দুর্নীতি দমন পরিষদের সভাপতি সৈয়দ বেলাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুত্তাকিম আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদিমনগর ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ছালেহ আহমদ, যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর আহমদ, আব্দুন নুর, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ চৌধুরী, অর্থ সম্পাদক সঞ্জিত কুমার দাস, লালখাটঙ্গী মসজিদের মোতাওয়াল্লী আনসার আলী, সাধারণ সম্পাদক দারা মিয়া, মিলন মিয়া প্রমুখ। বিতরণকালে মোনাজাত করেন লালখাটঙ্গী মসজিদের ইমাম মাওলানা মো. নাজিম উদ্দিন।
– প্রেস বিজ্ঞপ্তি

