২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

virtual data room

বিদেশী রিভলবার গুলি ও বিপুল পরিমান ইয়াবাসহ আটক শীর্ষ সন্ত্রাসী পিযুষ কান্তি ও ৩ সহযোগী

বিদেশী রিভলবার গুলি ও বিপুল পরিমান ইয়াবাসহ আটক শীর্ষ সন্ত্রাসী  পিযুষ কান্তি ও ৩ সহযোগী

 

সোহেল আহমদ :: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় র্যাবের বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমান ইয়াবাসহ সিলেটের শীর্ষ সন্ত্রাসী সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে ও তার ৩ সহযোগীদের গ্রেফতার করেছে র‍্যাব-৯।

 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার মির্জাজাঙ্গাল এলাকার পিযুষের আস্তানা ঘেরাও করে তাদেরকে আটক করা হয়েছে বলে র‍্যাব-৯ এর একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মির্জাজাঙ্গালে পিযুষের আস্তানা ঘেরাও করে র‍্যাবের বিপুল সংখ্যক সদস্য। এরপর ভেতর থেকে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমান ইয়াবাসহ পিযুষ ও তার সহযোগিদের ধরে গাড়িতে করে নিয়ে যায় র‍্যাব সদস্যরা।

 

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে সন্ত্রাসী, ছিনতাই, মাদক ব্যবসা, ডলার সিন্ডিকেট. চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

 

এছাড়া সম্প্রতি নগরীর জিন্দাবাজারস্থ জল্লারপার এলাকায় তিন প্রবাসীকে মারধরের ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 

পরে বুধবার র‍্যাবের হাতে আটক হন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে।

 

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });