মহামারী করোনার ভয়াবহতায় বদলে যাওয়া দেশ তথা বিশ্বের প্রেক্ষাপটে দূরত্ব যখন সবার কাছেই কাংখিত ঠিক তখন ব্যতিক্রমী আয়োজন নিয়ে হবিগঞ্জ বাহুবলে কর্মহীন হয়ে পরা মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে বাছিত ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৪ মে ২০২০ইং) লন্ডনে অবস্থান করা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান সৈয়দ রব মুর্শেদের উদ্যোগে কর্মহীন ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় বাছিত ফাউন্ডেশনের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ। পরে কর্ম হীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপস্থিত সকলে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ আহমেদ বলেন, ‘দরিদ্রদের পাশে সবসময় আছে এ ফাউন্ডেশন। সবার সার্বিক সহযোগীতায় সমাজসেবামূলক কাজে এ ফাউন্ডেশন দিন দিন এগিয়ে চলেছে।’ভবিষ্যতে আরো নানা রকম সমাজসেবা মূলক কাজ নিয়ে দেশ ও দেশের মানুষের পাশে থাকতে চায় “দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন”।