ডায়াল সিলেট ডেস্ক ॥ মাঘের শুরুতে আবারও মৌলভীবাজারে জেঁকে বসেছে শীত। সূর্যের ঝলমল আলোর সাথে জেলা জুড়ে হিমেল হাওয়া বইছে। বুধবার ১৮ জানুয়ারি সকাল ৬ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রী সেলসিয়াস।
এক সপ্তাহ আগে ৯ জানুয়ারি এ অঞ্চলে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১৫ ডিগ্রী সেলসিয়াসে। ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ কেটে যাওয়ায় শীতের তীব্রতা আবারও বেড়ে যায়। সেই সাথে বেড়ে যায় হিমেল হাওয়া। শীতের কারণে সময়মত কাজে যোগ দিতে পারছেনা শ্রমজীবি মানুষেরা। সীমাহীন দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও দিনমজুররা। দিনে ও রাতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা বিবলু চন্দ্র জানান, বুধবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ সকালে মৌলভীবাজার শহরের চৌমুহনা শ্রমজীবি মানুষেরা মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) প্রভাংশু সোম মহান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপসচিব) মোহাম্মদ জাহিদ আখতার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ আবদুল হক , সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা ও রেকর্ডরুম)মীর রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও টি সেল) সুকান্ত সাহাসহ জেলা প্রশসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন র্কর্মতারা উপস্থিত ছিলেন ।
