২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশ

গোলাপগঞ্জে ইবনে সিনা কালেকশন ও কনসালটেশন সেন্টারের দিনব্যাপী গাইনী রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ইবনে সিনা কালেকশন ও কনসালটেশন সেন্টারের  দিনব্যাপী গাইনী রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডায়ালসিলেট ডেস্ক ::  সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে ইবনে সিনা কালেকশন ও কনসালটেশন সেন্টারের উদ্যোগে গত (১৩ই সেপ্টেম্বর ) শুক্রবার দিনব্যাপী গাইনী রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুল হকের সভাপতিত্বে এবং সেন্টার ইনচার্জ নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, এই ডায়াগনোস্টিক সেন্টার থেকে মুনাফা অর্জন করা আমাদের উদ্দেশ্য নয়, মানবতার কল্যাণে অত্র এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতেই গোলাপগঞ্জের গণমানুষের নেতা এবং ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর চেয়ারম্যান (এইচ.এম.সি) মাওলানা হাবিবুর রহমানের একান্ত প্রচেষ্ঠায় ইবনে সিনা প্রতিষ্ঠিত হয়েছে।

এজন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি কম খরচে সর্বস্তরের মানুষকে এই ডায়াগনোস্টিক সেন্টার থেকে সেবা গ্রহণের আহবান জানান এবং এই সেন্টারের সব ধরনের সার্ভিস বৃদ্ধির জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইনী কনসালটেন্ট ডাঃ জাকিয়া জাহান চৌধুরী এবং নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ জিয়া উদ্দিন আব্বাসী।
উক্ত দিনব্যাপী ক্যাম্পে ডাঃ জাকিয়া জাহান চৌধুরী ও ডাঃ নাঈমা সুলতানার নেতৃত্বে শতাধিক গাইনী রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াহিদ সজল ও শিমুলসহ প্রমুখ।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });