ডায়াল সিলেট ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা। এই নির্দেশনা বাস্তবায়নে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের পতিত জমি চাষের আওতায় আনার লক্ষে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রর্দশনী বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই কর্যক্রমের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
গোলাপগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, সিলেট অঞ্চলে কোন পতিত জমি অনাবাদি থাকবে না। যেখানে যে ফসল হবে সেই ফসল উৎপাদন করতে সরকারের পক্ষ থেকে কৃষকদের সাহায্য সহযোগিতা ও উৎসাহ প্রদান করা হচ্ছে।
নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও কৃষি অফিসার মাশেরেফুল আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবা অফিসার নুরুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি শফিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গৌতম পাল, উপ-সহকারী কৃষি অফিসার মো: মসরুর রহমান প্রমুখ।
এর আগে দুপুর ১২টায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ইতিহাস সম্পর্কে আলোচনা সভা ও বিজ বিতরণ , এরপর উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচিতে তিনি যোগদান করে ৩জন ভিক্ষুককে ভ্যানগাড়ি প্রদান এবং বিকেলে ৪টায় ঢাকাদক্ষিণ ইউপির সুনামপুর আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীদের মধ্যে সবজি চারা ও বীজ বিতরণ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *