ডায়াল সিলেট ডেস্ক ::  পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মানবিক সহায়তা হিসেবে ৮০০টি পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। মৌলভীবাজারের রাজনগরে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে হীড বাংলাদেশ সিলেট অঞ্চল-০২।

রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে টেংরা বাজারে হীড বাংলাদেশের স্থানীয় কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে হীড বাংলাদেশের অপারেশন ডিরেক্টর সুবীর খিয়াং এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজনগর থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর।

 

 

হীড বাংলাদেশের সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা সুনন্দা চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন টেংরা ইউপি চেয়ারম্যান মো. টিপু খান, হীড বাংলাদেশের এডমিন ম্যানেজার মো. আব্দুছ ছালাম, আঞ্চলিক ব্যবস্থাপক (সিলেট-১) তপন সাহা, আঞ্চলিক হিসাবরক্ষক সুব্রত কাম্পু, আঞ্চলিক ব্যবস্থাপক (সিলেট-২) মো. দীল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পিকেএসএফ চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ ও  হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করছেন।

 

চলমান তীব্র শীতে এই উপজেলার মানুষের কষ্টের কথা জেনে তারা শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক বিবেচনায় এই কার্যক্রম হাতে নিয়েছেন। হীড বাংলাদেশ দীর্ঘদিন ধরে এসব মানবিক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।

 

 

এসময় উপস্থিত ছিলেন- হীড বাংলাদেশের রাজনগর শাখার ব্যবস্থাপক মো. নাজিদুর রহমান, সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মো. আমিনুল হক, মো. নকিবুল ইসলাম প্রমুখ।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *