ডায়াল সিলেট ডেস্ক    মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের  ৩য়,৬ষ্ঠ ও নবম শ্রেণীর ২৮০ ছাত্রকে বরণ করে নিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ। এ উপলক্ষ্যে। ৩১ জানুয়ারি সকাল ১১ টায়  নবীন ছাত্রদের বরণ উপলক্ষ্যে সাইফুর রহমান অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ খ ম ফারুক আহমদের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঈনুল হক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রভাতি শাখা তুলসী রানী সরকার, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিবা শাখা  আবুল আলা মওদুদ। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আখতারুজ্জামান সরকার।

প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান  তার বক্তব্যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অতীত ঐতিহ্যের কথা উল্লেখ করে এ ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে নিজেকে গড়ে তোলার জন্য নবীন ছাত্রদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে স্কুলে নতুন ভর্তিকৃত ২৮০ জন ছাত্রকে ফুলের তোড়া ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *