মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করলেও সেই ধারায় আর থাকতে পারেনি মোহামেডান। কোনো ম্যাচ ড্র, কোনো ম্যাচে হার-এভাবেই লিগে এগিয়ে চলছিল সাদাকালোরা।
অবশেষে ছয় ম্যাচ হার ও ড্রয়ের বৃত্তে আটকে থাকার পর শফিকুল ইসলাম মানিকের দলে জয়ে ফিরেছে। শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান অধিনায়ক সোলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে ৬-০ গোলে হারিয়েছে উত্তরার আজমপুর ফুটবল ক্লাবকে।
অধিনায়ক এবং মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতের জোড়া গোল করে প্রথমার্ধে মোহামেডানকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে তিনি হ্যাটট্রিক পূরণ করেন ৭০ মিনিটে। বাকি তিন গোল করেছেন সাজ্জাদ, আরিফ ও স্পেনের ড্যানিয়েল রিকার্ডে।
৮ ম্যাচে দ্বিতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠলো মোহামেডান। অন্যদিকে আজমপুর ফুটবল ক্লাবের এটি ৮ ম্যাচে ৭ম হার। একটি ড্র করে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা।রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে ফর্টিস ফুটবল ক্লাবকে। গোল করেছেন আইভরিকোস্টের দিদিয়ের ৫ মিনিটে।
৮ ম্যাচে চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে শেখ রাসেল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে ফর্টিস এফসি।