ডায়াল সিলেট ডেস্ক ॥ কুলাউড়ায় নবনির্মিত বনবিভাগের রেঞ্জ অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গাজীপুরস্থ রেঞ্জ অফিসের অত্যাধুনিক ভবন উদ্বোধন করেণ প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। মন্ত্রী বলেন সারা দেশে বন বিভাগের ২ লাখ একরের অধিক ভুমি বেদখল হয়ে রয়েছে। পুরাতন আইনের জটিলতার কারনে নুতন আইন তৈরি করা হয়েছে যা আগামী সংসদে পাশ করা হবে। নুতন আইন পাশের পর বেদখল সকল ভুমি উদ্ধারের উদ্যোগ নেয়া হবে। তিনি আরও বলেন বনের জায়গা দখল করে অনেক জায়গায় কল-কারখানা তৈরি করে জলবায়ুর পরিবর্তন করা হয়েছে। বন ভুমিকে সুরক্ষা করে জলবায়ুর পরিবর্তনের মোকাবেলা করতে হবে। তিনি ৩৮ লাখ ৭৫ হাজার টাকায় নবনির্মিত একতলা রেঞ্জ অফিস ভবনের দ্বিতল ভবন ও বাউন্ডারি দেয়াল নির্মানসহ পর্যাপ্ত বনকর্মচারী দেয়ার আশ^াস প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্ব্গাত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা বন্যপ্রাণী বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, কুলাউড়া ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, কুলাউড়া যুবলীগ সভাপতি আব্দুস সহিদ ও সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ প্রমুখ।
