ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের তৈয়বনগরে (বাউরঘরিয়া) তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ ফেব্রুয়ারি সকালে তৈয়বনগর বাউরঘরিয়া সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার সমাজসেবক হারুনার রশিদ এর সভাপতিত্বে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ডা: ছাদিক আহমদ, সহাকারী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদূদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন, এস এম উমেদ আলী, মু. ইমাদ উদ দীন, সমাজকর্মী ও সংগঠক এম মুহিবুর রহমান মুহিব, সহকারী অধ্যাপক মো: আসাদুল্লাহ, সমাজ সেবক তোফায়েল আহমদ তোয়েল, সমাজকর্মী ও নাট্য ব্যক্তিত্ব রুয়েল আহমদ চৌধুরী, সমাজ সেবক ফয়ছল আহমদ, আব্দুর রহমান আশিক, ইকবাল হোসেন, সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ প্রমুখ।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানী পড়া ৩০ জন রোগী বাছাই করা হয়। এছাড়া প্রায় ৩ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগিদের ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।