আন্তর্জাতিক ডেস্ক::শনিবার জেলেনস্কি এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন। এতে তিনি বলেছেন, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ওপর এ শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। খবর রয়টার্সের।

এ নিয়ে গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বেশ কয়েকজন কর্মকর্তাকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে তদরন্তর নির্দেশ দেওয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ইইউর সদস্যপদ পেতে হলে আগে দুর্নীতিমুক্ত হতে হবে ইউক্রেনকে।

ইউক্রেনের ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডার রুসলান ডিজিউবাকে শনিবার চাকরিচ্যুত করেন জেলেনস্কি।

এর আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলেনস্কির একজন ঘনিষ্ঠ উপদেষ্টাসহ গত ২৪ জানুয়ারি বেশ কয়েকজন সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পশ্চিমা দেশগুলির আস্থা নষ্ট করতে পারে এমন দুর্নীতির জন্য শূন্য সহনশীলতা দেখানোর জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে কিয়েভ সরকার। যারা দান করা অস্ত্রের বিশাল চালান এবং কোটি কোটি টাকা আর্থিক সহায়তা দিয়ে দেশটি টিকিয়ে রেখেছে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *