মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারে প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি রোববার ১২টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান মো: মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচ গোলাম ফারুক সরু প্রমুখ।
মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বিভিন্ন জেলা ও উপজেলার ২০ দিন খেলা চলবে ও ১৬টি টিম অংশ গ্রহন করবে। আজ উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে মিটুপুর একাদশ কুলাউড়া ও বাক্ষনবাড়িয়া ক্রিকেট একাডেমি।
আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার পাবলিক প্রসিকিউটর রাধাপদ দেব সজল, কাউন্সিলর ফয়সল আহমদ, সৈয়দ সেলিম হক, আসাদ হোসেন মক্কু, অ্যাডভোকেট পার্থ সারথি পালসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাসহ অন্যান্যরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *